শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৩, ২ জুলাই ২০২৫

আনারসের টক-ঝাল সালাদ: গ্রীষ্ম-বর্ষার রসালো প্রশান্তি

আনারসের টক-ঝাল সালাদ: গ্রীষ্ম-বর্ষার রসালো প্রশান্তি

বাংলার গ্রীষ্ম কিংবা বর্ষা মানেই কখনো তীব্র রোদ, কখনো হঠাৎ বৃষ্টি। এমন বৈচিত্র্যময় আবহাওয়ায় শরীর খোঁজে আরাম, আর মন চায় কিছু মুখরোচক স্বাদ। এই দুই চাহিদা পূরণে একেবারে উপযোগী হতে পারে এক বাটি ঠান্ডা, রঙিন ও রসালো আনারসের সালাদ। সহজ কিছু উপকরণ আর ঝটপট প্রস্তুত এই সালাদ শুধু স্বাদে নয়, সৌন্দর্যেও মন কেড়ে নেয়।

উপকরণ:
পাকা আনারসের ছোট টুকরো ৩ কাপ, সঙ্গে এক কাপ টাটকা আনারসের রস। স্বাদমতো বিট লবণ (আধা চা-চামচ), ২ টেবিল চামচ চিনি এবং ঝাল স্বাদের জন্য কুচি করা ২টি কাঁচা মরিচ বা সামান্য শুকনা মরিচের গুঁড়া।

প্রস্তুত প্রণালি:
সব উপকরণ একটি বড় বাটিতে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি যেন আনারসের রসের সঙ্গে একত্র হয়ে এক বিশেষ টক-ঝাল-মিষ্টি স্বাদ তৈরি করে। এরপর সালাদটি ফ্রিজে রেখে দিন অন্তত এক ঘণ্টার জন্য, যাতে সেটি ঠান্ডা হয়ে আসে এবং সব স্বাদ আরও গভীরভাবে মিশে যায়।

পরিবেশন:
ঠান্ডা সালাদ পরিবেশন করুন ছোট বাটিতে। বাড়তি স্বাদের জন্য ওপর থেকে সামান্য মিষ্টি দই বা পুদিনা পাতার কুচি ছিটিয়ে দিতে পারেন। চাইলে রঙিন মরিচের পাতাও দিতে পারেন সাজানোর জন্য। গ্রীষ্ম দুপুরের ভার লাঘব হোক বা বর্ষার একঘেয়েমি কাটুক—আনারসের এই টক-ঝাল সালাদ হতে পারে আপনার প্রতিদিনের টেবিলে এক টুকরো সতেজ আনন্দ। অতিথি আপ্যায়নেও এটি হয়ে উঠতে পারে নজরকাড়া ও মুখরোচক এক আয়োজন।

সর্বশেষ