শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৮:২০, ১০ জুলাই ২০২৫

সৌদিতে বিদেশিদের সম্পত্তি কেনার সুযোগ

সৌদিতে বিদেশিদের সম্পত্তি কেনার সুযোগ

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও লোহিত সাগরের উপকূলীয় শহর জেদ্দার নির্দিষ্ট কিছু এলাকায় এখন থেকে বিদেশিরা সম্পত্তি কেনার অনুমতি পাবেন। দেশটির অর্থনীতিকে বৈচিত্র্যময় ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নিয়ে এই নতুন আইন অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি আইন অনুমোদন করে। নতুন আইন অনুযায়ী, পবিত্র নগরী মক্কা ও মদিনাতেও নির্দিষ্ট শর্তসাপেক্ষে বিদেশিদের সম্পত্তি কেনার সুযোগ থাকছে।

আইনটি কার্যকর হওয়ার ঘোষণার পর দেশটির রিয়েল এস্টেট বাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে। শেয়ারবাজারে কিছু রিয়েল এস্টেট কোম্পানির শেয়ারের দাম বেড়ে গেছে। আইনটি আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে।

রিয়েল এস্টেট জেনারেল অথরিটি খুব শিগগিরই এই আইন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নিয়মকানুন ও শর্তাবলি প্রকাশ করবে।

এই উদ্যোগ সৌদি সরকারের ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ, যার মাধ্যমে দেশটি পর্যটনসহ নানা খাতকে কেন্দ্র করে একটি টেকসই অর্থনীতি গড়ে তুলতে চায়। বিশেষ করে লোহিত সাগর তীরবর্তী এলাকায় পর্যটন অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।