বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩২, ১০ জুলাই ২০২৫

আপডেট: ১৫:৩৩, ১০ জুলাই ২০২৫

২৮৩ যাত্রীসহ বিমান ভূপাতিতের দায় রাশিয়ার: ইউরোপীয় আদালত

২৮৩ যাত্রীসহ বিমান ভূপাতিতের দায় রাশিয়ার: ইউরোপীয় আদালত

দশ বছর আগের বহুল আলোচিত মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ১৭ বিমান ভূপাতিতের ঘটনায় রাশিয়াকে দায়ী করেছে ইউরোপের সর্বোচ্চ মানবাধিকার আদালত। বুধবার ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস (ইসিএইচআর) এই ঐতিহাসিক রায় ঘোষণা করে।

২০১৪ সালের ১৭ জুলাই, ২৮৩ যাত্রী ও ১৫ ক্রুসহ মোট ২৯৮ আরোহী নিয়ে ফ্লাইট এমএইচ১৭ আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। ইউক্রেনের দোনবাস অঞ্চলে পৌঁছালে রাশিয়া-সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে বিমানটি ভূপাতিত হয়। নিহতদের মধ্যে ৮০ জন ছিলেন শিশু।

এই ঘটনার পর ইউক্রেন ও নেদারল্যান্ডস চারটি মামলা দায়ের করে ইউরোপীয় মানবাধিকার আদালতে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ৯ জুলাই, ২০২৫ সালে আদালত রায়ে জানায়, বিমান ধ্বংস, যুদ্ধাপরাধ, নির্যাতন, বেসামরিক স্থাপনা ধ্বংস এবং শিশু অপহরণসহ আন্তর্জাতিক আইনের একাধিক লঙ্ঘনে রাশিয়া সরাসরি দায়ী।

এটি প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে রাশিয়াকে এমএইচ১৭ ভূপাতিতের জন্য আনুষ্ঠানিকভাবে দায়ী করা হলো।

রায়ের প্রতিক্রিয়ায় ইউক্রেন এটিকে ‘ঐতিহাসিক বিজয়’ ও ‘ন্যায়বিচারের এক নতুন সূচনা’ হিসেবে অভিহিত করেছে। বিপরীতে রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন রায়কে ‘প্রতীকী’ আখ্যা দিয়ে তা উপেক্ষার ঘোষণা দিয়েছে।