ফ্লোটিলায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইতালিতে ধর্মঘটের ডাক
গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইতালিতে ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। শুক্রবার (৩ অক্টোবর) দেশব্যাপী এই ধর্মঘট পালন করা হবে।
এক প্রতিবেদনে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, গত রাতে ইসরায়েলি বাহিনী ত্রাণবহরের জাহাজগুলোকে আটক করে। সেখানে যোগ দেওয়া অধিকার-কর্মীদের মধ্যে ২০ জনের বেশি ইতালির নাগরিক রয়েছে। এমন খবরের পর বেশ কয়েকটি ইতালীয় শহরে বিক্ষোভ শুরু হয়েছে।
দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসে বিক্ষোভকারীরা প্রধান রেলস্টেশনে প্রবেশ করে এবং ট্রেন চলাচল বন্ধ করে দেয়।
ইতালির সিজিআইএল ইউনিয়ন বলেছে, আমাদের নাগরিকদের বহনকারী বেসামরিক জাহাজের বিরুদ্ধে আগ্রাসন একটি অত্যন্ত গুরুতর বিষয়। ধর্মঘটে অন্যান্য ছোট ইউনিয়নগুলোও যোগ দেবে বলে জানিয়েছে ইউনিয়নটি।
বিক্ষোভকারীরা রাজধানী রোমের আরেকটি স্টেশনে জড়ো হলে পুলিশ সেটি ঘিরে ফেলে। এছাড়া বিভিন্ন শহরে বড় বড় মিছিল দেখা গেছে।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জেনোয়াতে ইউএসবি ইউনিয়ন ঘোষণা করেছে, তারা ধর্মঘটে যোগ দেবে এবং বন্দর অবরোধ করার চেষ্টা করবে। সেই সঙ্গে সমস্ত বিক্ষোভকারীদের রাত ১০টায় শহরের প্রধান প্রবেশপথে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে।
টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইতোমধ্যে গত দুই সপ্তাহ ধরে ইতালির শ্রমিকরা ইসরায়েলে বাণিজ্যের সঙ্গে জড়িত বিভিন্ন জাহাজকে ডকিং এবং লোড করা থেকে বিরত রয়েছে।



























