বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৫:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০২৫

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১২ জন নিহত, আহত ৩

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১২ জন নিহত, আহত ৩
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার দেরা ইসমাইল খানের দানা সার সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাযাবর পরিবারের অন্তত ১২ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও টিভি।।

পুলিশ জানায়, খানুজাই (বেলুচিস্তান) থেকে একটি মিনি-ট্রাকে পরিবারের সদস্যরা দেরা ইসমাইল খানে শীতকালীন বসবাসের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় গাড়ির ব্রেক ফেল করলে ট্রাকটি গভীর খাদে পড়ে যায়।

নিহতদের মধ্যে নারী, শিশু এবং তিনজন পুরুষ ছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারকাজে স্থানীয় বাসিন্দারা পুলিশের পাশাপাশি অংশ নেন।

পাকিস্তানে সড়ক দুর্ঘটনা প্রায়শই ঘটে, যেখানে ট্রাফিক আইন সচরাচর মানা হয় না এবং বিশেষ করে পাহাড়ি ও গ্রামীণ এলাকায় সড়কের অবস্থা অত্যন্ত নাজুক।

এর আগে গত মে মাসে আজাদ কাশ্মীরের বাঘ জেলার লাসদানা এলাকায় ভয়াবহ এক দুর্ঘটনায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জাকির আওয়ান, আইজির রিডার আলী বুখারি, সাব-ইন্সপেক্টর ফাহিম, এসএইচও নবীদ এবং ইন্সপেক্টর ইয়াসির কিয়ানি।
 

সর্বশেষ