বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৫:১৫, ২১ সেপ্টেম্বর ২০২৫

বাগরাম ঘাঁটি নিয়ে তালেবানকে সরাসরি হুমকি দিলেন ট্রাম্প

বাগরাম ঘাঁটি নিয়ে তালেবানকে সরাসরি হুমকি দিলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ফেরত দেওয়ার প্রস্তাব ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার। এর জবাবে এবার সরাসরি হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, ‘যদি আফগানিস্তান বাগরাম বিমানঘাঁটি ফেরত না দেয়, তাহলে খুবই খারাপ কিছু ঘটতে পারে।’

মার্কিন সেনাদের অবস্থানকালে বাগরাম ছিল যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটি, যা রাজধানী কাবুল থেকে প্রায় ৬৪ কিলোমিটার দূরে অবস্থিত। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর আল কায়েদার বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে প্রবেশ করলে এ ঘাঁটি গড়ে ওঠে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনারা সেখানে অবস্থানকালে বিচার ছাড়াই হাজারো মানুষকে আটক করে রেখেছিল। ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহার এবং তালেবান ক্ষমতা দখলের পর বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণও তালেবানদের হাতে যায়।

চীন সীমান্তের কাছাকাছি অবস্থান হওয়ায় ঘাঁটিটি হারানো নিয়ে প্রায়ই আক্ষেপ করে আসছেন ট্রাম্প। গত বৃহস্পতিবার যুক্তরাজ্য সফরের সময়ও তিনি এ প্রসঙ্গে বলেন, ‘আমরা বাগরাম বিমানঘাঁটি ফেরত নেওয়ার চেষ্টা করছি। কারণ, তালেবানদেরও আমাদের কাছ থেকে কিছু প্রয়োজন।’

তবে নতুন করে মার্কিন সামরিক উপস্থিতির আশঙ্কায় আফগান কর্মকর্তারা বাগরাম ঘাঁটি ফেরত দেওয়ার প্রস্তাব স্পষ্টভাবে নাকচ করেছেন।
 

সর্বশেষ