বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৪:৪০, ২১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৪:৪৬, ২১ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলের পরবর্তী লক্ষ্য তুরস্ক!

ইসরায়েলের পরবর্তী লক্ষ্য তুরস্ক!
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতি এবং ‘গ্রেটার ইসরায়েল’ গঠনের লক্ষ্য এখন সরাসরি তুরস্কের কৌশলগত অবস্থানকে হুমকির মুখে ফেলেছে। সিরিয়ায় আঙ্কারার উপস্থিতি এবং ইসরায়েলের আঞ্চলিক লক্ষ্যগুলোর সংঘাত তুরস্ককে এই সম্প্রসারণবাদের সম্ভাব্য লক্ষ্য হিসেবে তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের সম্প্রসারণবাদ এখন এক বাস্তব হুমকি। এই নীতি শুধু প্রতিবেশী দেশগুলো নয়, ধীরে ধীরে আরও দূরের দেশকেও প্রভাবিত করতে পারে। ইসরায়েলের মূল লক্ষ্য সিরিয়ার নিয়ন্ত্রণ, যেখানে তুরস্ক নিজেদের নিরাপত্তা ও কৌশলগত প্রভাব বজায় রাখতে চায়। যদি ইসরায়েলকে থামানো না যায়, তাহলে এর আগ্রাসনকে কোনো সীমায় আটকে রাখা যাবে না।

তুরস্কের ক্ষেত্রে এটি শুধুমাত্র হামাসের কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত নয়, বরং ইসরায়েলের আঞ্চলিক উপস্থিতি, সম্প্রসারণবাদী নীতি এবং কৌশলগত প্রভাবের সঙ্গে সরাসরি যুক্ত। যুক্তরাষ্ট্র-সমর্থিত ইসরায়েল সিরিয়াকে বিভক্ত করার চেষ্টা চালাচ্ছে, আর তুরস্ক তাদের কৌশলগত অঞ্চলগুলোতে নিজেদের উপস্থিতি ধরে রাখতে সচেষ্ট।

দুই দেশের মধ্যে এই সংঘাত সরাসরি যুদ্ধের ঝুঁকি সৃষ্টি করতে পারে। তুর্কি জনগণের মধ্যে প্রবল ইসরায়েল-বিরোধী মনোভাব আঙ্কারার জন্য ইসরায়েলের উপস্থিতি মেনে নেওয়া আরও কঠিন করে তুলেছে।

ভূগোল এবং আঞ্চলিক ভূমিকাকে কাজে লাগিয়ে তুরস্ক ইসরায়েলের সম্প্রসারণবাদ রোধে প্রধান বাধা হিসেবে কাজ করছে। এটি কেবল নিরাপত্তা নয়, পুরো অঞ্চলের রাজনীতি ও ভবিষ্যতের ঘটনাপ্রবাহকেও প্রভাবিত করতে পারে।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ