ইসরায়েলের অস্ত্রের চালান আটকে দিল ইতালির বন্দর
ইসরায়েলে যাওয়ার পথে দুটি অস্ত্রবাহী ট্রাকের প্রবেশ আটকে দিয়েছে ইতালির রাভেনা বন্দর। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বন্দর শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলোর বিক্ষোভের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রাভেনার মেয়র আলেসান্দ্রো বারাত্তোনি জানান, স্থানীয় সরকারের সঙ্গে আলোচনার করে বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন যাতে বিস্ফোরক বহনকারী ট্রাক দুটি ইসরায়েলে না যেতে পারে।
বারাত্তোনি বলেন, 'ইতালি ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করেছে। কিন্তু আইনের ফাঁকফোকরের কারণে অন্য দেশ থেকে আসা অস্ত্র ইতালির ভেতর দিয়ে যেতে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।'
এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলের গাজা দখল পরিকল্পনাকে ‘অগ্রহণযোগ্য’ বলেছেন। তবে তিনি ফ্রান্স ও স্পেনের মতো এখনই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে নন। তার মতে, আগে একটি প্রকৃত ফিলিস্তিন রাষ্ট্র গড়ে উঠতে হবে।
এর আগে ফ্রান্স, সুইডেন ও গ্রিসের বন্দর শ্রমিকরাও একইভাবে ইসরয়েলগামী অস্ত্র পরিবহন ঠেকাতে পদক্ষেপ নিয়েছেন। গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন শ্রমিক সংগঠন ধারাবাহিকভাবে এ ধরনের প্রতিবাদ চালিয়ে যাচ্ছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর



























