বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৪:৩৬, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৪:৪১, ১৯ সেপ্টেম্বর ২০২৫

রাশিয়ায় আবার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

রাশিয়ায় আবার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

রাশিয়ার কামচাতকা উপকূলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপকূলে ভূমিকম্পটি আঘাত হেনেছে।

ইউএসজিএস জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল কামচাতকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১২৮ কিলোমিটার বা ৭৯ দশমিক ৫ মাইল পূর্বে, ভূমি থেকে ১০ কিলোমিটার বা প্রায় ৬ মাইল গভীরে।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রভিত্তিক সুনামি সতর্কতা কেন্দ্র প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সুনামি সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়, জাপান, আলাস্কা, গুয়াম, হাওয়াইসহ প্রশান্ত মহাসাগরের কিছু দ্বীপে সুনামি আঘাত হানতে পারে। খবর উইওয়ান নিউজ।

কামচাতকার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৩–৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। সেভেরো-কুরিলস্কসহ কয়েকটি উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৩ মিটার পর্যন্ত সুনামি ঢেউ আসতে পারে।

এর আগে ১৩ সেপ্টেম্বর কামচাতকা উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১১১ কিলোমিটার পূর্বে। ভূমিকম্পটি উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের ৩৯ দশমিক ৫ কিলোমিটার গভীরে।

সর্বশেষ