বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৬, ১১ আগস্ট ২০২৫

আপডেট: ১৬:৫১, ১১ আগস্ট ২০২৫

ভারতে ২০০ পুরুষের লালসার শিকার বাংলাদেশি শিশু!

ভারতে ২০০ পুরুষের লালসার শিকার বাংলাদেশি শিশু!
প্রতীকী ছবি

বাবা-মায়ের ওপর অভিমান করে ভারত পালিয়ে গিয়ে দুই শতাধিক পুরুষের যৌন লালসার শিকার হয়েছে বাংলাদেশী ১২ বছরের এক শিশু। সোমবার (১১ আগস্ট) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য  জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতে পালিয়ে আসলে ওই শিশু পতিতাবৃত্তিতে জড়িত এক চক্রের খপ্পরে পড়ে যায়। তিন মাসে তাকে ২ শতাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের করার জন্য বাধ্য করা হয়।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে  গণমাধ্যমটি জানায়, গত ২৬ জুলাই মীরা-ভায়ন্দর ভাসাই-ভিরার (এমবিভিভি) পুলিশের মানব পাচার-বিরোধী ইউনিটের এক অভিযানে ভাসাই শহরের নাইগাঁও থেকে ওই শিশুকে উদ্ধার করা হয় এনজিও এক্সোডাস রোড ইন্ডিয়া ফাউন্ডেশন এবং হারমনি ফাউন্ডেশনের সহায়তায় । এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে।

হারমনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-সভাপতি আব্রাহাম মাথাই জানান, শিশুটি জানিয়েছে তাকে প্রথমে জরাটের নাদিয়াদে নিয়ে যৌন পেশায় ‍যুক্ত হতে বাধ্য করা হয়। সেখানে তিন মাস যাবত ২০০ জনেরও অধিক পুরুষ তাকে যৌন নির্যাতন করে। এই ধরনের নৃশংস ব্যক্তিরা কৈশোরও না দেখা মেয়েটির শৈশব কেড়ে নিয়েছে। শিশুটি যেসব ব্যক্তির নাম উল্লেখ করতে পারবে, তাদের সবাইকে গ্রেফতারের দাবি জানিয়েছেন হারমনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-সভাপতি।

পুলিশ কমিশনার নিকেত কৌশিক বলেন, এমবিভিভি পুলিশ পুরো নেটওয়ার্কটি উন্মোচন করতে এবং দুর্বল কিশোর-কিশোরীদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিসহ নেটওয়ার্কের সাথে জড়িত সবাইকে খুঁজে বের করার জন্য অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ