শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|২৪ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬, ১৮ জুলাই ২০২৫

আপডেট: ১৯:২৭, ১৮ জুলাই ২০২৫

ইইউর নিষেধাজ্ঞায় ভারতীয় তেল শোধনাগার

ইইউর নিষেধাজ্ঞায় ভারতীয় তেল শোধনাগার
ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগার ভেদিনা অয়েল রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ’র পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাস শুক্রবার এক্সে প্রকাশিত বার্তায় এ তথ্য নিশ্চিত করেন এবং বলেন, ক্রেমলিনের যুদ্ধ বাজেটের মূল কেন্দ্রবিন্দুতে আঘাত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গুজরাটের ভেদিনার নগরে অবস্থিত এই তেল শোধনাগার ১৯৯৬ সালে ভারতীয় নায়রা এনার্জি লিমিটেড ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসনেফটের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত। রোসনেফটের শেয়ার রয়েছে প্রায় ৪৯.১৩ শতাংশ।

ভেদিনা শোধনাগারের পাশাপাশি রাশিয়া-ভারতের তেল বাণিজ্যে ব্যবহৃত পতাকা নিবন্ধন বা ফ্ল্যাগ রেজিস্ট্রির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর ফলে ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ আর রাশিয়ার তেল পরিবহন করতে পারবে না।

২০২২ সালের ফেব্রুয়ারি শেষে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইইউ তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তারা ছিলেন রাশিয়ার প্রধান তেল ক্রেতা। যদিও রাশিয়ার তেলের অন্য ক্রেতা হিসেবে ভারত নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়া থেকে তেল আমদানি বাড়িয়েছে। বর্তমানে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

এই পদক্ষেপের মাধ্যমে ইইউ প্রথমবারের মতো ভারতীয় কোনো প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করল।

সূত্র: ফার্স্ট পোস্ট, দ্য প্রিন্ট।