ভুয়া তথ্যে মার্কিন ভিসায় আজীবন নিষেধাজ্ঞা

মার্কিন ভিসার জন্য আবেদন করতে গিয়ে যদি কেউ ভুয়া নথিপত্র দাখিল করেন বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেন, তাহলে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবন নিষেধাজ্ঞা জারি হতে পারে। এমনকি তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও হতে পারে।
শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, "এই গল্প আমরা আগেও শুনেছি।" অর্থাৎ, বহুবার এমন প্রতারণা ধরা পড়েছে এবং কনস্যুলার অফিসাররা এসব বিষয় সম্পর্কে অত্যন্ত অভিজ্ঞ ও প্রযুক্তিগতভাবে দক্ষ।
দূতাবাস জানায়, তথ্য গোপন কিংবা ভুয়া কাগজপত্র দাখিল করা গুরুতর অপরাধ। এর পরিণতি হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে আজীবনের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা এবং সম্ভাব্য ফৌজদারি মামলা।
এর আগে, ১০ জুলাই দেওয়া আরেকটি পোস্টে দূতাবাস জানায়, ভিসার ডিএস-১৬০ ফরমে আবেদনকারীদের গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীনাম (ইউজারনেম/হ্যান্ডল) দেওয়া বাধ্যতামূলক।
ফরমে আবেদনকারীকে তার দেওয়া সব তথ্য সঠিক ও সত্য বলে ঘোষণা দিয়ে স্বাক্ষর করতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত তথ্য গোপন করলেও ভিসা প্রত্যাখ্যাত হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার যোগ্যতা হারাতে পারেন আবেদনকারী।
দূতাবাসের এই সতর্কতায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সততা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যথায় পরিণতি হতে পারে চরম।