তার নাম গুলবাহার, দেখতে ভারী চমৎকার
ঈদের ব্যস্ততা শেষে বর্তমানে বিদেশ সফরে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ব্যক্তিগত ভ্রমণের নানা মুহূর্ত তিনি নিয়মিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিচ্ছেন ভক্তদের সঙ্গে। প্রতিটি ছবির সঙ্গে যেমন তার প্রাণবন্ত উপস্থিতি, তেমনি রয়েছে প্রকৃতির সঙ্গে একাত্মতা যা মুহূর্তেই ভক্তদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে।
গত ৩ জুলাই বিকেল ৪টা ৩৫ মিনিটে ফারিণ সামাজিক মাধ্যমে একটি খোলা মাঠে তোলা একাধিক ছবি শেয়ার করেন। ছবিগুলোতে তাঁকে দেখা যায় প্রকৃতির মাঝে হাস্যোজ্জ্বল, খোলা চুলে মুগ্ধতা ছড়াতে। ক্যাপশনে তিনি লেখেন, ‘অল্প সময়ের জন্য এই শহর থেকে পালিয়ে যান।’ ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভক্তদের মন্তব্যে ভালোবাসার ঢল নামে। কেউ বলেন, ‘নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার,’ আবার কেউ লেখেন, ‘নদীর মতো হাসি, মেঘের মতো চুল এই তো আমাদের স্বর্গীয় ফারিণ।’
এরপর ১০ জুলাই বিকেল ৫টা ৫৫ মিনিটে, মন্টেনেগ্রোর ‘বুধভা’ লোকেশন থেকে সাদা শার্ট ও টুপি পরা কিছু ছবি পোস্ট করেন ফারিণ। একটি জাহাজে অবস্থানরত অবস্থায় ছবিগুলোর ক্যাপশন ছিল, ‘অ্যাড্রেনালিন দিয়ে অ্যাড্রিয়াটিক জাহাজে করে যাচ্ছি।’ নতুন এই ছবিগুলোর প্রতিও অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। এক ভক্ত মন্তব্য করেন, ‘কত্ত সুন্দর লাগছে!’ আরেকজন লেখেন, ‘আপনার হাসি আর রুচিশীলতা দুটোরই আমি ভক্ত।’
উল্লেখ্য, তাসনিয়া ফারিণের অভিনয়জীবনের শুরু হয় ২০১৭ সালে, ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মাধ্যমে। মায়ের আগ্রহেই তার মিডিয়ায় পথচলা শুরু। ২০১৮ সালে মাশরাফী মুর্তজার সঙ্গে বিকাশের একটি বিজ্ঞাপন ও ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটক তাকে নতুন পরিচিতি এনে দেয়।



























