ইয়ামি–কৃতির মুখোমুখি লড়াই নতুন হরর কমেডিতে
বলিউডে হরর কমেডি এখন সবচেয়ে লাভজনক ঘরানাগুলোর একটি। দর্শক ভয়ও পেতে চান, আবার হাসিতেও মেতে উঠতে ভালোবাসেন এই দুই অনুভূতির সংমিশ্রণই বক্স অফিসে দারুণ সাড়া ফেলছে। ‘স্ত্রী’, ‘ভূত পুলিশ’, ‘ভুল ভুলাইয়া’-এর মতো সিনেমাগুলোর সাফল্যই তার প্রমাণ। সেই ধারায় এবার নাম লেখালেন জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম। তাঁকে দেখা যাবে আনন্দ এল রাই পরিচালিত নতুন হরর কমেডি ‘নয়ি নভেলি’ সিনেমায়।
‘তনু ওয়েডস মনু’ ও ‘রাঞ্ঝনা’-এর মতো সফল সিনেমার নির্মাতা আনন্দ এবার আসছেন সম্পূর্ণ নতুন এক ঘরানার গল্প নিয়ে যেখানে ভয়, হাসি আর নারীকেন্দ্রিক নাটকীয়তার অনন্য মিশেল থাকবে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইয়ামি গৌতমের সঙ্গে ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কৃতি শ্যানন।
কাহিনিতে থাকবে দুই নারীর মধ্যকার সংঘাত ও সম্পর্কের টানাপোড়েন। একজন আধুনিক, কর্মজীবী নারী যিনি বাস্তব জগতের প্রতিনিধি। অপরজন অতীতের এক রহস্যময় চরিত্র, যিনি পুরাণের ছায়া বহন করেন। দুই সময়ের, দুই জগতের এই সংঘর্ষ, ভুল বোঝাবুঝি এবং অদ্ভুত ঘটনাপ্রবাহেই গড়ে উঠবে গল্পের মূল কাঠামো।
প্রযোজক সূত্রে জানা গেছে, সিনেমার চিত্রনাট্যে ভারতীয় পুরাণের কিছু দিক আধুনিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হবে। ফলে দর্শক যেমন পুরোনো মিথের ছোঁয়া পাবেন, তেমনি বর্তমান শহুরে জীবনের হিউমার ও সম্পর্কের বাস্তব টানাপোড়েনও অনুভব করবেন।
ইয়ামি গৌতম এর আগেও ‘ভূত পুলিশ’ সিনেমায় হালকা হরর চরিত্রে অভিনয় করেছিলেন, তবে এবার তিনি আসছেন সম্পূর্ণ নতুন এক রূপে। অন্যদিকে, কৃতি শ্যাননও প্রথমবার এমন ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।
এক সাক্ষাৎকারে ইয়ামি বলেন, ‘এই ছবির গল্পটা শুধু ভয় আর মজার নয়, এর ভেতরে গভীর এক মানবিক দিক আছে। আমাদের দুই চরিত্রই একে অপরের প্রতিচ্ছবি শুধু সময় আর বাস্তবতার পার্থক্যটাই আলাদা।’
‘নয়ি নভেলি’র সংগীত পরিচালনা করছেন অমিত ত্রিবেদী। সিনেমার শুটিং শুরু হবে আগামী ডিসেম্বর মাসে, উত্তর ভারতের এক প্রাচীন প্রাসাদে। রহস্য, হাসি আর রোমাঞ্চে ভরা এই সিনেমাটি ২০২৬ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



























