বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য বিনোদন

প্রকাশিত: ১৯:৫৮, ৩১ আগস্ট ২০২৫

ব্যাটারিচালিত রিকশা চললে, আমার গাড়ির ট্যাক্স দেব না: রুকাইয়া চমক

ব্যাটারিচালিত রিকশা চললে, আমার গাড়ির ট্যাক্স দেব না: রুকাইয়া চমক
ছবি: ফেসবুক

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সামাজিক মাধ্যমে দেওয়া তার এক স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

স্ট্যাটাসে তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘মেইন রোডে ব্যাটারিচালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।’ এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়। ফেসবুকে তা নিয়ে শুরু হয় বিতর্ক; কেউ সমর্থন জানাচ্ছেন, আবার অনেকে কটাক্ষ করছেন।

অনেকে অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে মনে করছেন, রাজধানীর ট্রাফিক জ্যামের বড় কারণ হচ্ছে এই অটোরিকশাগুলোর অনিয়ন্ত্রিত চলাচল। তারা বলেন, এগুলো শুধু যানজটই বাড়ায় না, সাধারণ মানুষের জন্য দুর্ঘটনার ঝুঁকিও তৈরি করে।

অন্যদিকে কিছু ব্যবহারকারীর মত, মূল সমস্যার দায় সরকারের যথাযথ পরিকল্পনার অভাব। তাদের ভাষ্য, নিম্ন আয়ের মানুষের জীবিকা বিবেচনায় নিয়ে ব্যাটারিচালিত রিকশার জন্য বিকল্প পথ ও সুনির্দিষ্ট নিয়মনীতি প্রণয়ন করা প্রয়োজন।

রুকাইয়া জাহান এর আগে বিভিন্ন সামাজিক ইস্যুতে নিজের খোলাখুলা মতামত প্রকাশ করে আলোচনার জন্ম দিয়েছেন। কখনো নারীর অধিকার, কখনো স্বামী-সংসার বিষয় নিয়ে তার মন্তব্য মানুষকে মনোযোগী করেছে। এবারও তার সরল ও স্পষ্ট বক্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে এসেছে।

সর্বশেষ