সন্তানের বাবা হচ্ছেন ভাইজান!

বলিউডের মেগাস্টার সালমান খান এক নতুন টেলিভিশন শোতে উপস্থিত হয়ে ঘোষণা করেছেন, তিনি খুব শিগগিরই বাবা হতে যাচ্ছেন। এই মন্তব্যে উপস্থিত অভিনেত্রী কাজল ও টুইঙ্কেল খান্না নিজেও অবাক হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে অ্যালামাজন প্রাইমের শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এর প্রথম পর্বে সালমানের সঙ্গে ছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান। শো-তে তারা প্রেম, সম্পর্ক এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলিভাবে আলোচনা করেন।
সালমান জানান, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজনকেই সমানভাবে এগিয়ে যেতে হয়। সাবেক প্রেমিকা প্রসঙ্গে তিনি বলেন, কিছু মানুষকে আমি এড়িয়ে চলি, তবে সব সাবেকই দূরে নয়। সঙ্গীতা (বিজলানি) এখনো পরিবারের মতো কাছের মানুষ।
সবচেয়ে চমকপ্রদ মন্তব্যটি আসে সন্তান প্রসঙ্গে। ৫৯ বছর বয়সী সালমান বলেন, অনেক সাক্ষাৎকারেই বলেছি, আমি সন্তান নিতে আগ্রহী। বাবা হতে চাই। খুব শিগগিরই সন্তানের বাবা হবো। দেখা যাক।
প্রসঙ্গত, সালমানের আসন্ন সিনেমা ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’ ২০২০ সালের ভারত-চীন সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে তৈরি হবে। সিনেমাটি দিয়ে তিনি বলিউডে বড় সাড়া তুলতে চান।
সদ্য সংবাদ/এসএইচ