বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৭:৩৭, ২৫ সেপ্টেম্বর ২০২৫

বিয়ে ভাঙছে চাহালের, ডিভোর্সের জন্য টাকা চাইলেন ধনশ্রী?

বিয়ে ভাঙছে চাহালের, ডিভোর্সের জন্য টাকা চাইলেন ধনশ্রী?
ছবি: সংগৃহীত

চলতি বছর আইনি বিচ্ছেদ হয় ক্রিকেটার যুজবেন্দ্র চহল ও ধনশ্রী বর্মার। তার পর থেকে সমাজমাধ্যমে লাগাতার কটাক্ষের মুখে পড়তে হয় ধনশ্রীকে। বিবাহবিচ্ছেদের সময় নাকি চহলের থেকে মোটা টাকা খোরপোশ দাবি করেন নৃত্যপ্রশিক্ষক ধনশ্রী। যার পরিমাণ প্রায় ৬০ কোটি। এ বার সত্যিটা প্রকাশ্যে আনলেন ধনশ্রী।

চহলের সঙ্গে থাকাকালীন বার বার ‘অর্থলোভী’ বলে কটাক্ষ করা হয় ধনশ্রীকে। যদিও ধনশ্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর শোনা যায় বেতার সঞ্চালিকা মহওয়াশের সঙ্গে সম্পর্কে জড়ান ক্রিকেট তারকা। তবে ধনশ্রীর নতুন কোনও সম্পর্কের খবর মেলেনি। এই মুহূর্তে ‘রাইজ় অ্যান্ড ফল’ নামের একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগী তিনি। সেখানেই খোরপোশের দাবি নসাৎ করেন ধনশ্রী। 

ধনশ্রী বলেন, ‘‘যে ভাবে আমার নামে বলা হচ্ছে যে, আমি খোরপোশ নিয়েছি, সেটা একাবারে মিথ্যে। আমার মা-বাবা সব সময় শিখিয়েছে, উত্তর তাঁদেরই দিতে হয় যাঁদের আমার জীবনে গুরুত্ব আছে। আসলে খারাপ লাগে এটা দেখে, ও (চহল) কী ভাবে আমার নামে এই কথাগুলো বলছে! যদিও আমি চহলের সম্মান বজায় রেখেছি সব সময়। আমার যা অভিজ্ঞতা হল, আমি জীবনে আর কাউকে ভালবাসতে পারব না।’’

একা ধনশ্রী নন, খোরপোশের খবর প্রকাশ্যে আসতেই বিরক্ত ধনশ্রীর পরিবার। তাঁরা স্পষ্টই জানিয়েছেন, ধনশ্রী এমন কোনও অর্থ নেননি। এমনকি চহলকে খোরপোশ সংক্রান্ত কোনও প্রস্তাবও দেওয়া হয়নি।

সদ্য সংবাদ/এসএইচ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ