বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য বিনোদন

প্রকাশিত: ১৫:৫৭, ৩০ আগস্ট ২০২৫

‘আমার চাহিদা অনেক বেশি’ বিয়ে প্রসঙ্গে সুস্মিতা সেন

‘আমার চাহিদা অনেক বেশি’ বিয়ে প্রসঙ্গে সুস্মিতা সেন
ছবি: সংগৃহীত

সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন বর্তমানে ৪৯ বছর বয়সে পৌঁছালেও তার চেহারা ও ফিটনেসে বয়সের কোনো ছাপ নেই। এখনও তিনি তার গ্ল্যামার এবং সৌন্দর্য দিয়ে সবাইকে মন্ত্রমুগ্ধ করেন। তবে তার ব্যক্তিগত জীবন যে সহজ নয়, তা স্পষ্ট। একাধিক সম্পর্ক এবং বিচ্ছেদের পর সুস্মিতা এখনও একাকী জীবন যাপন করছেন।

সম্প্রতি অভিনেত্রী বিয়ে নিয়ে এক সাক্ষাৎকারে বললেন, ‘বিয়েতে রাজি, তবে এমন একজন মানুষ চাই, যার সঙ্গে আমার মন একসূত্রে বাঁধা থাকবে। সে আমাকে ভালোবাসবে, আমাকে বুঝবে। এমন মানুষ তো পাওয়া মুশকিল, তবে যেদিন পেয়ে যাব, সেদিন বিয়ে করব।’

তিনি আরো বলেন, ‘আমার চাহিদা অনেক বেশি। এমন কাউকে চাই, যিনি আমার চাহিদা পূরণ করতে পারবেন। যদি না পাই, তবে একাই ভালো আছি।’

এছাড়া সুস্মিতার জীবনে এর আগে ছিলেন অভিনেতা রণদীপ হুদা, রেস্তরাঁর মালিক হৃতিক ভাসিন এবং পরিচালক বিক্রম ভাট। সম্প্রতি নাম জড়িয়েছিল ললিত মোদির সঙ্গেও। তবে বর্তমানে সুস্মিতা একা নন। গুঞ্জন রয়েছে যে, তিনি তার পুরনো বয়ফ্রেন্ড রহমান শলের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন।

সর্বশেষ