আয়ুষ্মান-রাশ্মিকার প্রেম, ‘থামা’-র টিজারে চমক

ছবির ফার্স্ট লুক দিয়ে দর্শকের মধ্যে কৌতুহল তৈরি করার পর অবশেষে ম্যাডকস ফিল্মস প্রকাশ করেছে ‘থামা’ ছবির টিজার। টিজারটি এমন রহস্যময় দৃশ্যের সমাহার, যার উত্তর জানা যাবে শুধুমাত্র ছবি মুক্তি পেলে।
টিজারে জানানো হয়েছে, ছবিটি মুক্তি পাবে আগামী দীপাবলিতে। দীনেশ ভিজান ও অমর কৌশিক প্রযোজিত এবং আদিত্য সরপোদ্দার পরিচালিত এই সিনেমা হবে ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের নতুন কিস্তি। টিজারের শুরুতেই আয়ুষ্মানকে বলতে শোনা যায়, ‘তুমি কি আমাকে ছাড়া ১০০ বছর বাঁচতে পারবে?’ এর জবাবে রাশ্মিকা বলেন, ‘আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারব না।’
টিজারে নায়িকার কালো পোশাকে অনবদ্য লুক এবং আয়ুষ্মানের চিরচেনা পাগল করা লুক দেখা যায়। চোখের ছায়াতেই যেন প্রেমের ঝলক ফুটে ওঠে, তবে পরবর্তী দৃশ্যে বোঝা যায়, এটি শুধুই প্রেমের গল্প নয়। ভালোবাসা, অতিপ্রাকৃত ঘটনা, পিশাচ ও ড্রাকুলার সংমিশ্রণে তৈরি হয়েছে টিজার।
টিজারের শেষ অংশে নওয়াজুদ্দিন সিদ্দিকীর ডায়লগ, ‘শেষ হয়ে গেল? আর কিছু দেখার নেই? ৭৫ বছরে কোনও ভালোবাসা দেখিনি, বেশ ভালো লাগছিল।’ এছাড়াও পরেশ রাওয়াল, ফয়সাল মালিক ও মালাইকা অরোরার নাচের কিছু ঝলক দেখানো হয়েছে। নেপথ্যে চলা মিউজিক পুরো দৃশ্যকে আরও প্রাণবন্ত করেছে।
ম্যাডক ফিল্ম টিজারের ক্যাপশনে লিখেছে, ‘ভয় কখনও এত শক্তিশালী ছিল না এবং ভালোবাসা কখনও এত রক্তাক্ত ছিল না। এই দীপাবলিতে ম্যাডক হরর কমেডি জগতের প্রথম প্রেমের গল্পের জন্য নিজেকে প্রস্তুত করুন। এটি এমন একটি অভিজ্ঞতা দেবে যা আগে অন্য কোনও সিনেমা দেয়নি।’
টিজার প্রকাশের পর দর্শকের মধ্যে প্রশংসার ঝড় বইছে। কেউ নওয়াজুদ্দিন সিদ্দিকীকে খলনায়ক ভ্যাম্পায়ার হিসেবে দেখার জন্য উত্তেজনা প্রকাশ করেছেন, কেউ বলেছেন, দীপাবলি বিশেষ হয়ে যাবে, আবার কেউ মালাইকার নাচের প্রশংসা করেছেন।
উল্লেখ্য, ম্যাডক হরর-কমেডি ইউনিভার্স শুরু হয়েছিল ২০১৮ সালে হিট ছবি ‘স্ত্রী’ দিয়ে, এরপর ২০২২ সালে ‘ভেদিয়া’, ২০২৪ সালে ‘মুঞ্জ্যা’ এবং ‘স্ত্রী ২’। ‘থামা’ এই মহাবিশ্বের চতুর্থ কিস্তি। ছবি পরিচালনা করেছেন আদিত্য সরপোদ্দা এবং এটি ২০২৫ সালের দীপাবলিতে মুক্তি পাবে।