বিচ্ছেদের পর যেভাবে নিজেকে সামলালেন নুসরাত ফারিহা

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। ২০২০ সালের মার্চে দীর্ঘদিনের প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগ্দান সারেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই হঠাৎ করে বিচ্ছেদের ঘোষণা করেন অভিনেত্রী। কেন সেই সম্পর্ক ভাঙল সেই বিষয়ে এবার মুখ খুললেন নুসরাত ফারিয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্টাটাসে তিনি লিখেন, ‘আমরা তিন বছর ’আগে বাগদানের ঘোষণা করেছিলাম। অনেক ভেবে আমি ও রনি আমাদের ৯ বছরের সম্পর্কের ইতি টানছি। আমাদের মধ্যে যে বোঝাপড়া ও বন্ধুত্ব ছিল, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।' তিনি কেন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন?
এই বিষয়ে এক গণমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মা-বাবা আর রনি'; এই ছিল আমার পৃথিবী। ওকে ছাড়া আর কিছু ভাবতে পারতাম না। ছোটবেলা থেকে আমাদের সম্পর্ক। পরস্পরের সঙ্গে সময় কাটানো, একসঙ্গে থাকা এ সবে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। তাই এই রনির সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত আমার কাছে একটা বড় বিষয় ছিল।’
অভিনেত্রী বলেন, কী ভাবে বলব সেটা বুঝতে পারছিলাম না। চার বছর সময় লেগেছিল বলতে। যদিও রনি জানতে চেয়েছিল একসঙ্গে থাকতে চাই কি না। কিন্তু আমাদের সম্পর্কের কোনও ভবিষ্যৎ ছিল না। আমি থাকতে চাইনি আর।'