শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৫, ১০ জুলাই ২০২৫

আপডেট: ১৫:৪৬, ১০ জুলাই ২০২৫

এসএসসি ফলাফল: সর্বোচ্চ রাজশাহী, সর্বনিম্ন বরিশাল

এসএসসি ফলাফল: সর্বোচ্চ রাজশাহী, সর্বনিম্ন বরিশাল
ছবি: সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

২০২৪ সালে পাসের হার ছিল ৮৩.০৩ শতাংশ। সেই তুলনায় এবার অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ৪৩ হাজারের বেশি।

ফল পরিসংখ্যানে রাজশাহী বোর্ড সবচেয়ে ভালো ফল করেছে, যেখানে পাসের হার ৭৭.৬৩ শতাংশ। অন্যদিকে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে বরিশাল বোর্ড, যার পাসের হার ৫৬.৩৮ শতাংশ।

অন্যান্য বোর্ডগুলোর পাসের হার হচ্ছে: যশোর ৭৩.৬৯ শতাংশ, চট্টগ্রাম ৭২.০৭ শতাংশ, সিলেট ৬৮.৫৭ শতাংশ, ঢাকা ৬৭.৫১ শতাংশ, দিনাজপুর ৬৭.০৩ শতাংশ, কুমিল্লা ৬৩.৬০ শতাংশ এবং ময়মনসিংহ ৫৮.২২ শতাংশ।

এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম। পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে।

ফলাফল প্রস্তুত করা হয়েছে 'বাস্তব মূল্যায়ন' নীতির আলোকে, যা শিক্ষার্থীদের প্রকৃত মান যাচাইয়ে গ্রহণ করা হয় বলে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।

এ বছর জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী, যেখানে গত বছর এ সংখ্যা ছিল এক লাখ ৮২ হাজার ১২৯।