ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে দায় স্পষ্ট করব: ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করলে পদ থেকে পদ থেকে সরে দাঁড়াব বলে মন্তব্য করলেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, কেন সরে দাঁড়াবো তা সংশ্লিষ্টদের দায় স্পষ্ট করে দেব। এছাড়া ডাকসু নির্বাচন আয়োজন করা যে কোন দিক থেকে চ্যালেঞ্জিং।
শনিবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
উপাচার্যের বলেন, ‘ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে পুরো জাতির দৃষ্টি এখন ঢাবির দিকে। একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার চেষ্টা চলছে। নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনাও সম্পন্ন হয়েছে।’
তিনি আরও উল্লেখ করেন, ইতিহাসে অন্যায় প্রতিহতের ঐতিহ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং সেটি ধরে রাখতে হবে। সমাজে যে কোনো অনিয়মের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।