রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৫ শ্রাবণ ১৪৩২

ফারিয়াজ ফাহিম ( জামালপুর প্রতিনিধি)

প্রকাশিত: ১৩:৪২, ৯ আগস্ট ২০২৫

আপডেট: ১৩:৪২, ৯ আগস্ট ২০২৫

সরকারি আশেক মাহমুদ কলেজে জুলাই কর্ণার উদ্বোধন ও আলোচনা সভা 

সরকারি আশেক মাহমুদ কলেজে জুলাই কর্ণার উদ্বোধন ও আলোচনা সভা 
ছবি: সদ্য সংবাদ

২০২৪ সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই আন্দোলন ছিল সাধারণ মানুষের বাকস্বাধীনতা-হরণ, নির্যাতন, অসমতা ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এক সাহসী প্রতিবাদ। যা দেশব্যাপী ব্যাপক আন্দোলন ও সচেতনতা সৃষ্টি করেছিল। এই দিবসটি উপলক্ষ্যে জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ লাইব্রেরিতে জুলাই স্মৃতি কর্ণার উদ্বোধন করা হয়েছে। এছাড়াও কলেজ শিক্ষক সংসদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৬ আগস্ট) জুলাই স্মৃতি কর্নার উদ্বোধন করেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সরকার আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ, সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফাহিমা সুলতানা, জুলাই স্মৃতি কর্ণারের প্রকল্প পরিকল্পনাকারী শিক্ষার্থী তিলা জামালী সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। উদ্বোধন শেষে সবাই মিলে স্মৃতি কর্ণার পরিদর্শন করেন।

কলেজের অধ্যক্ষ বলেন, এটি গণঅভ্যুত্থান ও আন্দোলনের ঐতিহাসিক গুরুত্বকে স্মরণীয় করে রাখার জন্য নির্মিত। এই কর্ণার শুধুমাত্র ঐতিহাসিকভাবেই নয়, সাংস্কৃতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে আন্দোলনের অংশগ্রহণকারীরা, বিশেষ করে ভবিষ্যত প্রজন্ম, সাহসী প্রতিবাদ এবং সংগ্রামের ইতিহাস সম্পর্কে সচেতন হতে পারবে। এই স্মৃতিরক্ষা জায়গাটি দেশের জনগণের সংগ্রামের চেতনা ও ঐক্যবদ্ধ প্রতিরোধের শক্তিকে পরবর্তী প্রজন্মের কাছে অক্ষুণ্ন রাখার একটি দৃষ্টান্ত।

পরিদর্শন শেষে, সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশের ইতিহাসের এই উজ্জ্বল অধ্যায়কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক সংসদে সম্পাদক জনাব মোহাম্মদ রেজাউল করিমসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকমণ্ডলী।