রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৫ শ্রাবণ ১৪৩২

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৭, ৯ আগস্ট ২০২৫

আপডেট: ১১:২৯, ৯ আগস্ট ২০২৫

প্রকাশ্য-গুপ্ত সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঢাবি হলে: প্রক্টর

প্রকাশ্য-গুপ্ত সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঢাবি হলে: প্রক্টর
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, ২০২৪ সালের ১৭ জুলাইয়ের ফ্রেমওয়ার্ক অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের হল গুলোতে সব ধরনের ছাত্র রাজনীতি ও তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে ।

শুক্রবার (৭ আগস্ট) রাত তিনটার দিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্যের বাসভবনের সামনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘১৭ জুলাইয়ের ফ্রেমওয়ার্ক অনুযায়ী হল পর্যায়ে সব রকমের প্রকাশ্য এবং গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে।’

এসময় সেখানে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।