রোববার, ১০ আগস্ট ২০২৫

|২৫ শ্রাবণ ১৪৩২

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৯, ৯ আগস্ট ২০২৫

আপডেট: ১৩:৫৫, ৯ আগস্ট ২০২৫

ঢাবিতে হল রাজনীতি নিষিদ্ধ, মধ্যরাতে ককটেল বিস্ফোরণ 

ঢাবিতে হল রাজনীতি নিষিদ্ধ, মধ্যরাতে ককটেল বিস্ফোরণ 
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল রাজনীতি নিষিদ্ধ ঘোষণার পরই মধ্য রাতে কেন্দ্রীয় লাইব্রেরির পেছনে রাজু ভাস্কর্য-শাহবাগের রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে একদল দুষ্কৃতকারীরা।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাবি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রক্টরিয়াল টিম আসার আগেই দুষ্কৃতকারীরা সেই স্থান থেকে পালিয়ে যায়। 

এর আগে রাত তিনটার  দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন হল রাজনীতি নিষিদ্ধ করেন শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে। শিক্ষার্থীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, প্রশাসনের এমন সিদ্ধান্তের কারণে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।