বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২১ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৯, ১৪ জুলাই ২০২৫

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫

রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পেশাদার মাদক কারবারিসহ নানা অপরাধে জড়িত ৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা।

রোববার (১৩ জুলাই) পরিচালিত অভিযানে গ্রেফতারদের মধ্যে কেউ কেউ পেশাদার মাদক কারবারি, কেউ পরোয়ানাভুক্ত আসামি এবং কেউ বিভিন্ন অপরাধে জড়িত বলে থানা সূত্র জানিয়েছে।

অভিযানের সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ৩৭ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: পলাশ (২৮), হৃদয় আলী রাজ (২৫), নাদিম (৩০), শাহাদাত (২৩), তছির (২৫), সুজন ওরফে বুদু (১৯), রাকিব মোল্লা (২৫), তারিখ ইসলাম (২৮), ইমন (২২), আল আমিন (৪৬), ইলিয়াস (২৯), আরাফাত (২০), সাজ্জাদ (৩৪), মিলন (২৮), আব্দুল আলিম (২৮), শুভ (১৯), শাহিন (২০), আছিক ওরফে রিপন (২০), ইমতিয়াজ মোল্লা ইমু (২৮), রাকিব (২০), ফরিদ (৩০), নাজিম (৩১), রায়হাম (২২), শাহিন (১৮), রাশেদ (১৮), রাকিব (২১), মোজাহিদ (২১), কাশেম (১৯), রায়হান (৩০), ইমন (১৮), রবি আওয়াল (১৮), খায়রুল (২৯), ইসারাফিল (২০), সজিব (৩০) ও রাকিব (১৮)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।