বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

|৩ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে আহ্বান জামায়াতের
আরও ৫৮৬টি মামলার মুখোমুখি হবে শেখ হাসিনা!
পাকিস্তানের নির্দেশে হাসিনার মৃত্যুদণ্ড: শুভেন্দু অধিকারী
হাসিনার রায়ের পর মীর কাসেম আলীর মেয়ের দীর্ঘ স্ট্যাটাস
গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে সমর্থন জাতিসংঘের, প্রত্যাখ্যান হামাসের
স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিং: ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে মামলা সিআইডির
শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ, মামুনের ৫ বছর কারাদণ্ড
শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা জানাল ভারত
মৃত্যুদণ্ডের রায়কে ঐতিহাসিক বলল অন্তর্বর্তী সরকার, জনগণকে শান্ত থাকার আহ্বান
শেখ হাসিনার মৃত্যুদণ্ড: বিশ্বমিডিয়ায় আলোচনার ঝড়
গ্রেফতারের দিন থেকে সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল
ডিজেলভর্তি ট্যাংকারের সঙ্গে ওমরাহযাত্রী বহনকারী বাসের সংঘর্ষ, নিহত ৪২
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৩:৪১, ২৮ আগস্ট ২০২৫

আপডেট: ১৩:৪২, ২৮ আগস্ট ২০২৫

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেট

সাবেক এমপি মাসুদ চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা

সাবেক এমপি মাসুদ চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত সিন্ডিকেটের অন্যতম সদস্য ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানিলন্ডারিং মামালা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বনানী থানায় (ডিএমপি) এ মামলা  দায়ের করা হয়েছে এবং অভিযোগে প্রায় ১০০ কোটি টাকার মানিলন্ডারিং উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সিআইডির অভিযোগ অনুযায়ী, লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং তার প্রতিষ্ঠান ফাইভ এম ইন্টারন্যাশনাল ও অন্যান্য আসামিরা ২০১৬ সালের ১৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত মোট ৯ হাজার ৩৭২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর সময় সরকারের নির্ধারিত ফি ৭৮ হাজার ৯৯০ টাকার অতিরিক্ত প্রতি কর্মী ১ লাখ ৫০ হাজার টাকা নেন। এছাড়া পাসপোর্ট, কোভিড-১৯ টেস্ট, মেডিকেল পরীক্ষা ও পোশাক বাবদ অতিরিক্ত ৩৬ হাজার ৫০০ টাকা আদায় করা হয়েছে।

এসব অনিয়মের মাধ্যমে মোট ১০০ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ৭২০ টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ফাইভ এম ইন্টারন্যাশনালের পরিচালক মণ্ডলী এবং প্রতিষ্ঠানটির মাধ্যমে শ্রমিক প্রেরণকারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যরাও মামলার আওতায় আনা হয়েছে।

উল্লেখ্য, এর আগেই সিআইডি লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রায় ৫ কোটি ৯১ লাখ টাকার ব্যাংক হিসাব ফ্রিজ করেছিল। সিআইডি জানিয়েছে, সুষ্ঠু ও বিজ্ঞানসম্মত তদন্তের মাধ্যমে সকল দায়ীকে বিচারের মুখোমুখি আনার জন্য কাজ চলছে।
 

সম্পর্কিত বিষয়: