বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৮, ২৮ জুলাই ২০২৫

মানবতাবিরোধী অপরাধ: তিন মামলায় ১৭ আসামি ট্রাইব্যুনালে

মানবতাবিরোধী অপরাধ: তিন মামলায় ১৭ আসামি ট্রাইব্যুনালে
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত তিনটি মানবতাবিরোধী অপরাধের ঘটনায় মোট ১৭ আসামিকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এসব ঘটনায় রংপুরে ছাত্র আবু সাঈদের হত্যাকাণ্ড, আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরে পাঁচজনকে হত্যার অভিযোগ রয়েছে।

রংপুরে আবু সাঈদ হত্যা মামলা
১৩ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনায় অভিযুক্ত চারজন—সাবেক এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ—কে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

লক্ষ্মীপুরে গণহত্যা মামলা
লক্ষ্মীপুরে জুলাই-আগস্ট আন্দোলনের সময় শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ এবং ছাত্রলীগ নেতা শাহীন আলমকে হাজির করা হয়েছে। তারা আগে থেকেই অন্য মামলায় গ্রেপ্তার ছিলেন।

আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর ঘটনা
আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সাত আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই তিন মামলার শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে অনুষ্ঠিত হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন আব্দুস সোবহান তরফদার, আব্দুস সাত্তার পালোয়ান ও বি এম সুলতান মাহমুদ।

সম্পর্কিত বিষয়: