ফরিদপুরে এনসিপির সমাবেশ শুরু

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পথসভা শুরু হয়েছে। যদিও এখনো সভামঞ্চে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হননি, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা মঞ্চে বক্তব্য রাখছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জনতা ব্যাংক মোড় এলাকায় এই সমাবেশ শুরু হয়। শুরু থেকেই ফরিদপুরের বিভিন্ন উপজেলা থেকে আসা স্থানীয় নেতারা মঞ্চে বক্তব্য দেওয়া শুরু করেন। দলীয় সূত্র জানায়, দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সালথা উপজেলা থেকে সভায় অংশ নিতে আসা মো. হাসান বলেন, ‘আমি বেলা ১১টার দিকে এসেছি। এখনো কেন্দ্রীয় নেতারা আসেননি। মূলত তাদের বক্তব্য শুনতেই এখানে আসা।’
পথসভা ঘিরে জনতা ব্যাংক মোড়ে বিভিন্ন উপজেলা থেকে আসা কর্মী-সমর্থকদের উপস্থিতিতে ভিড় জমেছে। নিরাপত্তা নিশ্চিত করতে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান।
এ বিষয়ে এনসিপির ফরিদপুর জেলার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এস এম জাহিদ বলেন, ‘পথসভা মূলত দুপুর ১টা নাগাদ শুরু হওয়ার কথা। স্থানীয় নেতারা ইতিমধ্যে বক্তব্য দিচ্ছেন। আমরা এখনো কেন্দ্রীয় নেতাদের অপেক্ষায় আছি।’