গাজীপুরে ঘুষের অভিযোগে বিআরটিএতে দুদকের অভিযান

গাজীপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অফিসে ঘুষ ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে দুদকের একটি দল গোপন অনুসন্ধান শেষে সরাসরি অভিযান চালায়। সকাল থেকেই ছদ্মবেশে কার্যক্রম পর্যবেক্ষণ করে বিকেলে অভিযান পরিচালনা করা হয় বলে জানান দুদকের গাজীপুর কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক।
তিনি বলেন, ঘুষ ছাড়া বিআরটিএ অফিসে কোনো কাজ হয় না, এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালানো হয় এবং অভিযানে এর প্রমাণ মেলে। এমনকি পরীক্ষার খাতায় শূন্য বা পাঁচ নম্বর পাওয়া ব্যক্তিদেরও পাস করিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সহকারী পরিচালক আরও বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।