শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৫:১৮, ১৪ জুলাই ২০২৫

আপডেট: ১৫:১৮, ১৪ জুলাই ২০২৫

বরগুনায় জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড 

বরগুনায় জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড 
ছবি: সংগৃহীত

বরগুনায় জেলা নির্বাচন অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাগজপত্র, পুরাতন ভোটার তালিকা, ব্যালট বাক্স, কম্পিউটার, আসবাবপত্র ও একটি ফ্রিজ পুড়ে গেছে।

সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনির উজ্জামান।

অফিস সূত্রে জানা যায়, সকালে দায়িত্বরত নৈশ প্রহরী অফিসের পর্দা টানানোর কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিচ্ছন্নতাকর্মী একটি রুম থেকে অস্বাভাবিক শব্দ শুনে বিষয়টি অন্যদের জানান। পরে সবাই এসে অফিসের হিসাব শাখা নামে একটি কক্ষে আগুন জ্বলতে দেখেন। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনায় অফিসের একটি রুম সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পুরাতন ভোটার তালিকা, কিছু ব্যালট বাক্স, একটি ফ্রিজ, কম্পিউটার ও ফটোকপি মেশিনসহ নানা গুরুত্বপূর্ণ সরঞ্জাম পুড়ে যায়। বাকি রুমগুলোতে ধোঁয়া ছড়িয়ে পড়ে হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ জানান, সকাল ৭টা ২৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ড শুধুমাত্র হিসাব শাখার একটি রুমেই সীমাবদ্ধ ছিল, পাশের মূল স্টোর রক্ষা পেয়েছে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। যেহেতু নৈশ প্রহরীসহ অফিসের কিছু কর্মী তখনও অফিসে উপস্থিত ছিলেন, বিষয়টি তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।