পাবনার সুজানগরে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষ, বহিষ্কার ১০ নেতাকর্মী

পাবনার সুজানগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলটির কেন্দ্রীয় নেতৃত্ব কঠোর পদক্ষেপ নিয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সদস্য কামাল শেখ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি রুহুল খাঁ, বিএনপি নেতা লেবু খাঁ, পৌর যুবদলের সদস্য মানিক খাঁ, যুবদল নেতা মসজেদ শেখ, যুবদল কর্মী হালিম শেখ, উপজেলা ছাত্রদল নেতা শেখ কাউসার এবং এনএ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল খাঁ। তাদের সবাইকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
গত বুধবার সকালে এক নারীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ রয়েছে, উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের গ্রুপের সমর্থকরা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খানের গ্রুপের সমর্থক সবুজ খানকে ছুরিকাঘাত করেন।
এর জেরে একই দিন দুপুরে সুজানগর পৌর বাজারের নন্দিতা সিনেমা হল রোডে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ব্যবহার করা হয় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, ককটেল ও লাঠিসোটা। এতে সাতজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন।
দলীয় সূত্রে জানা গেছে, শৃঙ্খলা ফিরিয়ে আনতেই তাৎক্ষণিক বহিষ্কারের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভবিষ্যতে কেউ দলে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে ইঙ্গিত দিয়েছে বিএনপি।