তিন দিন ধরে সাগরে ভাসমান ১৩ জেলে উদ্ধার করল নৌবাহিনী
বঙ্গোপসাগরে তিন দিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার (৮ নভেম্বর) গভীর সমুদ্রে নিয়মিত টহলের সময় নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ ট্রলারটি শনাক্ত করে উদ্ধার অভিযান চালায়।
নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুতুবদিয়া লাইট হাউজ থেকে প্রায় ২০ মাইল দূরে ইঞ্জিন বিকল হয়ে মাঝ সমুদ্রে ভাসছিল ট্রলারটি। বিপদে পড়া জেলেরা নৌবাহিনীর জাহাজ দেখে আলো ও হাত নেড়ে সংকেত দিলে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযানে নামে নৌবাহিনীর সদস্যরা।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। পরে ট্রলারসহ তাদের নিরাপদে তীরে নিয়ে আসা হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নৌবাহিনী জানিয়েছে, গত ৬ নভেম্বর ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর থেকেই তারা সাগরে ভাসমান অবস্থায় ছিলেন। অবশেষে তিন দিন পর নৌবাহিনীর তৎপরতায় তারা প্রাণে বেঁচে ফিরেছেন।
সদ্য সংবাদ/এমটি



























