রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৩:০৪, ৯ নভেম্বর ২০২৫

কুতুবদিয়ায় সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

কুতুবদিয়ায় সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে মাছধরা ট্রলারসহ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার (৮ নভেম্বর) রাতে নৌবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়েছে।

নৌবাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুতুবদিয়া লাইটহাউস থেকে প্রায় ২০ মাইল দূরে গভীর সমুদ্রে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রলারটি তিন দিন ধরে সাগরে ভাসছিল। ওই সময় জেলেরা নৌবাহিনীর টহলরত জাহাজের দৃষ্টি আকর্ষণের জন্য আলো ও হাত নাড়িয়ে সংকেত দেন।

পরিস্থিতি বুঝে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ দ্রুত বিপদগ্রস্ত ট্রলারের দিকে এগিয়ে যায় এবং জেলে ও ট্রলারসহ সবাইকে নিরাপদে উদ্ধার করে।

অভিযানে অংশ নেওয়া নৌসদস্যরা জেলেদের প্রাথমিক চিকিৎসা, খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ দেন। পরে উদ্ধারকৃত জেলেদের ও ট্রলারটিকে নিরাপদে তীরে এনে পরিবার ও মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ৬ নভেম্বর থেকে ইঞ্জিন বিকল অবস্থায় তারা গভীর সমুদ্রে তিন দিন ধরে আটকা পড়ে ছিলেন।

সদ্য সংবাদ/ মো. নাজমুল হোসেন ইমন

সর্বশেষ