রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৬, ৫ নভেম্বর ২০২৫

আপডেট: ২০:২৭, ৫ নভেম্বর ২০২৫

ব্রিজের নিচ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

ব্রিজের নিচ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে একটি ব্রিজের নিচ থেকে মো. ইউনুস সিকদার নামে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের আনোয়ার প্রজেক্ট এলাকার রাস্তার মাথা ব্রিজের নিচ থেকে টেকনাফ মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত ইউনুস সিকদার আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের টেকনাফ উপজেলা শাখার আহ্বায়ক এবং সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ কাশেমের ছেলে।

পুলিশ জানায়, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো শনাক্ত করা যায়নি। লাশ ময়নাতদন্তের পর ও তদন্ত শেষে হত্যার কারণ জানা যাবে।

স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর কিছু মুসল্লি টেকনাফ-কক্সবাজার সড়কের পাশে পানিতে দুই হাত উঁচু অবস্থায় একটি মৃতদেহ ভাসতে দেখে। খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বলেন, ‘ইউনুস আমার ছোটবেলার বন্ধু। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, ‘দুদিন আগেও ইউনুস নির্বাচনের বিষয়ে আমার সঙ্গে মতবিনিময় করেছে। আজ সকালে শুনলাম তার লাশ উদ্ধার হয়েছে। আমরা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল রায় জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।’
 

সর্বশেষ