ব্রিজের নিচ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার
কক্সবাজারের টেকনাফে একটি ব্রিজের নিচ থেকে মো. ইউনুস সিকদার নামে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের আনোয়ার প্রজেক্ট এলাকার রাস্তার মাথা ব্রিজের নিচ থেকে টেকনাফ মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত ইউনুস সিকদার আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের টেকনাফ উপজেলা শাখার আহ্বায়ক এবং সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ কাশেমের ছেলে।
পুলিশ জানায়, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো শনাক্ত করা যায়নি। লাশ ময়নাতদন্তের পর ও তদন্ত শেষে হত্যার কারণ জানা যাবে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর কিছু মুসল্লি টেকনাফ-কক্সবাজার সড়কের পাশে পানিতে দুই হাত উঁচু অবস্থায় একটি মৃতদেহ ভাসতে দেখে। খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বলেন, ‘ইউনুস আমার ছোটবেলার বন্ধু। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, ‘দুদিন আগেও ইউনুস নির্বাচনের বিষয়ে আমার সঙ্গে মতবিনিময় করেছে। আজ সকালে শুনলাম তার লাশ উদ্ধার হয়েছে। আমরা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল রায় জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।’



























