বকশীগঞ্জ সীমান্ত দিয়ে সাত জনকে পুশইন করল বিএসএফ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে নারীসহ সাতজন বাংলাদেশিকে রাতের আঁধারে দেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর ৪টার দিকে ১০৮৩ নম্বর সীমান্ত পিলারের পাশ দিয়ে তাঁদের বাংলাদেশে পুশইন করা হয়।
পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন চারজন নারী ও তিনজন পুরুষ। তারা হলেন—খুলনার সুমি আক্তার (৩০) ও তার বোন রুমি আক্তার সোহাগী (২০), বরগুনার মায়া বেগম (৩২), বাগেরহাটের বেলায়েত খান (৫৫) ও তার ছেলে মোহাম্মদ ইসলাম (২২), গোপালগঞ্জের তাসলিমা (৫০) ও তার ছেলে কুরবান আলী (২৫)।
ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোতালেব মিয়া জানান, ‘সীমান্তে সাতজনকে দেখে স্থানীয় লোকজনের সঙ্গে গিয়ে বিজিবিকে খবর দিই। পরে বিজিবি সদস্যরা এসে তাদের থানায় হস্তান্তর করেন।’
পুশইন হওয়া ব্যক্তিরা জানান, তাঁরা সবাই ২০২১ সালে করোনাকালে ভারতে যান এবং দিল্লিতে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার ভোরে বিএসএফ তাদের সীমান্ত পার করিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শকের আহাম্মেদ বলেন, ‘সাতজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। পরিচয় যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’