রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|৩০ কার্তিক ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৪:০৩, ১২ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:২১, ১২ অক্টোবর ২০২৫

বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি
ছবি: সংগৃহীত

কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে অর্ধকোটি টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে ।

রোববার (১২ অক্টোবর) দুপুরে বিষয়টি জানান সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান।

বিজিবি জানায়, শনিবার দিবাগত রাতে ও রোববার সকাল পর্যন্ত ব্যাটালিয়নের আওতাধীন কুমিল্লার শশীদল, সালদানদী ও সংকুচাইল এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা, খাদলা ও মাদলা সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে মোট ৪৪ লাখ ৮০০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, অটো পার্টস, গরু, বাসমতি চাল, ফুচকা, মেহেদি ও শাড়ি জব্দ করা হয়েছে।আটককৃত পণ্যসমূহ আইনি প্রক্রিয়া শেষে কুমিল্লা ও আখাউড়া কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, 'সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।'

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে ব্যাটালিয়নের আওতাধীন কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে একাধিক সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় অবৈধ বাণিজ্য ও চোরাচালান দমনই তাদের প্রধান লক্ষ্য।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ