শনিবার, ০৯ আগস্ট ২০২৫

|২৩ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪, ৬ জুলাই ২০২৫

বদরগঞ্জে নদীতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু

বদরগঞ্জে নদীতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু

রংপুরের বদরগঞ্জ উপজেলায় যমুনেশ্বরী ও চিকলি নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৬ ‍জুলাই) দুপুরে পৃথক দুই ঘটনায় এই মৃত্যুর ঘটনা ঘটে।

পৌর শহরের জামু বাড়ি ডাঙ্গাপাড়া এলাকার জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার তিন শিক্ষার্থী মেহেদী হাসান সিয়াম (১৩), আলীফ হোসেন (১২) এবং আল হুসাইন (১৩) মাদ্রাসা থেকে পালিয়ে যমুনেশ্বরী নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সিয়াম ও আলীফ পানিতে তলিয়ে যায়। হুসাইনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করে।

দুপুরে মেহেদী হাসান সিয়ামকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে, বিকাল পাঁচটার দিকে যমুনেশ্বরী নদী থেকে আলীফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। বেঁচে যাওয়া শিক্ষার্থী আল হুসাইন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

এ বিষয়ে মাদ্রাসার পরিচালক জানান, বাথরুম টপকে পালিয়ে যাওয়া তিন শিক্ষার্থীর মধ্যে দুজন নদীতে ডুবে মারা গেছে। দুপুর ও বিকালে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

একই দিন দুপুর ১টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের ধোলাই ঘাট এলাকায় চিকলি নদীতে গোসল করতে গিয়ে মারা যায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্র তাসিন (১০)। সে দিলালপুর মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র এবং জিয়াউরুল ইসলামের সন্তান।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আতিকুর রহমান জানান, দুটি নদী থেকে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।