বরিশালে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে এক গৃহবধূ (২৬) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছে । পরে শুক্রবারে ওই গৃহবধূ তিনজনকে আসামী করে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে ফয়সাল বেপারী এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ফয়সাল একই গ্রামের আলী হোসেন ব্যাপারীর ছেলে।
আগৈলঝাড়া থানার ইন্সপেক্টর তদন্ত) সুশংকর মল্লিক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি ফয়সাল বেপারীকে শনিবার সকালে উপজেলার ফুল্লশ্রী এলাকার বাইপাস সড়কের চৌরাস্তা নামকস্থান থেকে গ্রেফতার করা হয়।
দুপুরে আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও নির্যাতিতা গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, গত ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে প্রকৃতির ডাকে সারাদিতে গৃহবধূ ঘর থেকে বের হয়।
এ সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা তিন বখাটে ওই গৃহবধূর মুখ চেঁপে ধরে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরবর্তীতে গৃহবধূর চিৎকারে ঘরে থাকা লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ বাদি হয়ে ওই গ্রামের দুলাল সরদারের ছেলে নাবিল সরদার (২০), মো. আলী হোসেন বেপারীর ছেলে ফয়সাল বেপারী (২৬) ও অজ্ঞতনামা আরেক যুবককে আসামি করে শুক্রবার রাতে আগৈলঝাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামিদের ধরতে অভিযান চলছে।