শারদীয় দুর্গোৎসব ঘিরে কুড়িগ্রামে কঠোর নিরাপত্তা, বিশেষ তৎপরতায় র্যাব

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে কুড়িগ্রামে পূজা মণ্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ বছর কুড়িগ্রাম জেলায় মোট ৫৩৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৩টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেসব মণ্ডপে থাকবে র্যাবের কড়া নজরদারি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌরসভার শ্রী শ্রী দক্ষিণপাড়া সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব–১৩-এর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসান। প্রেস ব্রিফিংয়ের আগে তিনি পূজা উদযাপন কমিটির হাতে ফলমূল ও ফুলের প্যাকেজ তুলে দেন।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান বলেন, আগামীকাল রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। র্যাবের ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও মাঠে থাকবেন।
তিনি আরও জানান, যেকোনো ধরনের গুজব ও ভুয়া তথ্য নিয়ন্ত্রণে একটি বিশেষ সাইবার টিম কাজ করছে। প্রতিটি পূজা মণ্ডপে র্যাবের টহল থাকবে এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
নিরাপত্তা সংকট দেখা দিলে র্যাবের জরুরি সেবা নম্বরে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা চাই, সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ ও নির্ভয়ে তাঁদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপন করুন।
প্রেস ব্রিফিংয়ে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা র্যাবের নিরাপত্তা ব্যবস্থা ও উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
সদ্য সংবাদ/এসএইচ