বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৯, ২৫ সেপ্টেম্বর ২০২৫

‎টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

‎টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

‎কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর গোড়কমন্ডপের মুন্সিপাড়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেয় স্থানীয় সংগঠন অ্যাক্টিভিস্টা কুড়িগ্রাম এবং ফুলবাড়ীর সর্বস্তরের জনগণ। এতে তরুণ সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যসহ দুই হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নদী ভাঙনের ফলে প্রতি বছর অসংখ্য পরিবার ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি হারাচ্ছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে দীর্ঘমেয়াদি ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ ছাড়া কোনো বিকল্প নেই।

স্থানীয় শিক্ষক শামসুল হুদা বাবুল বলেন, আমি মিডিয়ার মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের টেকসই বাঁধ দিন, আমাদের একটু শান্তিতে থাকতে দিন।

‎‎অ্যাক্টিভিস্টা প্রতিনিধি শাকিলা আক্তার শান্তা প্রশ্ন রেখে বলেন, একই নদীর লালমনিরহাট ও কুড়িগ্রাম অংশে টেকসই বেড়িবাঁধ হলেও ফুলবাড়ী অংশে কেন তা হচ্ছে না?

‎স্থানীয় এক বাসিন্দা কান্নাজড়িত কণ্ঠে বলেন, এখানে আমার বাবার কবর ছিল, তিন দিন আগে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রয়োজন।

২নং ওয়ার্ডের ইউপি সদস্য আয়াস উদ্দিন বলেন, গত তিন বছরে এই নদী থেকে কেউ রক্ষা পায়নি। মাঝে মাঝে মানববন্ধন করলে প্রশাসন কয়েক বস্তা বালু ফেললেও তা অল্প সময়ের মধ্যেই নদীতে বিলীন হয়ে যায়। আমাদের এলাকায় তিনটি মাদ্রাসা ও একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যা ভাঙনের মুখে। এ অবস্থায় আমরা টেকসই বেড়িবাঁধ ছাড়া অন্য কিছু চাই না।

‎ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্কের প্রতিনিধি আব্দুর রশিদ বলেন, আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এই এলাকায় দ্রুত টেকসই বাঁধ নির্মাণ করতে হবে।

‎মানববন্ধনে উপস্থিত থেকে একশনএইড বাংলাদেশ-এর ডেপুটি ম্যানেজার (পার্টনারশিপ অ্যান্ড প্রোগ্রাম) আরিফ সিদ্দিকী বলেন, এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। আমরা চাই এখানকার মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন না হোক।

‎বক্তারা আরও জানান, বারবার মানববন্ধন ও আন্দোলন করার পরও প্রশাসনের স্থায়ী কোনো পদক্ষেপ নেই। তাই তারা এবার কার্যকর উদ্যোগের আশ্বাস প্রত্যাশা করছেন।
 

সর্বশেষ