নাগেশ্বরী সরকারি কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারি কলেজ প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নাগেশ্বরী ব্লাড ব্যাংক। শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে জরুরি প্রয়োজনে রক্তদাতাদের তালিকা প্রণয়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মো. সফিকুল ইসলাম মণ্ডল, প্রভাষক মো. জাকির হোসেন এবং নাগেশ্বরী ব্লাড ব্যাংকের উপদেষ্টা ডা. মো. সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক মো. রবিউল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সভাপতি মো. রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক মো. লিটু মিয়া, কোষাধ্যক্ষ মো. সিহাবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে কুলসুমসহ সংগঠনের অন্যান্য সদস্য সাঈফ, রশিদ, অন্তর, স্বাধীন, আনোয়ারুল ইসলাম, লাভলু, হেলাল প্রমুখ।
উদ্বোধনকালে সহকারী অধ্যাপক মো. সফিকুল ইসলাম মণ্ডল বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি হবে এবং যে কোনো প্রয়োজনে তারা রক্তদানেও এগিয়ে আসতে পারবে।
নাগেশ্বরী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রবিউল ইসলাম বলেন, আমরা শুরু থেকেই মানবসেবাকে প্রাধান্য দিয়ে কাজ করে আসছি। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি নিয়মিত আয়োজনের মাধ্যমে একটি শক্তিশালী রক্তদাতা ভাণ্ডার গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য
এসময় শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়া যায়। প্রায় শতাধিক শিক্ষার্থী বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করে নেন।
নাগেশ্বরী ব্লাড ব্যাংকের নেতৃবৃন্দ জানান, তাদের সংগঠনের মাধ্যমে ইতোমধ্যে বহু রোগীকে রক্ত সরবরাহ করা হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।