বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শরীয়তপুর গোসাইরহাটে বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন খান (৮০) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহসস্পতিবার বিকেল ৫ টায় তাঁর নিজবাড়ী নাগেরপাড়া ইউনিয়নের ভদ্রাছপ গ্রামে তাঁকে শেষবিদায় জানানো হয়। তিনি দীর্ঘদিন অসুস্থতার ভোগছিলেন।
তার নিজ বাড়ির প্রাঙ্গনে তাঁকে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এই বীর মুক্তিযোদ্ধার আনোয়ার হোসেন খান এর মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ অন্যান্য মুক্তিযোদ্ধা , রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
এ সময়, গোসাইরহটা উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) সানিয়া বিনতে আফজল, বীর মুক্তিযোদ্ধাকালীন কমান্ড ইকবাল হোসেন বাচ্চু ছৈয়াল, শরীয়তপুর পুলিশের কর্মকর্তাগন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের স্থানীয় নেতাকর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।