কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পানিতে ডুবে আয়শা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বল্লভের খাষ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত আয়শা রংপুরের মিঠাপুকুর উপজেলার বেলগছা এলাকার রন্জু মিয়ার সন্তান। আয়শা তার নানার বাড়িতে বেড়াতে এসেছিলো।
কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ না থাকায় প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।