বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৬, ২১ সেপ্টেম্বর ২০২৫

সরিষাবাড়ীতে নির্মাণাধীন দূর্গাপূজার প্রতিমা ভাঙচুর আটক-১

সরিষাবাড়ীতে নির্মাণাধীন দূর্গাপূজার প্রতিমা ভাঙচুর আটক-১
ছবি: সদ্য সংবাদ

জামালপুরের সরিষাবাড়ীতে তাড়িয়াপাড়া এলাকায় একটি মন্দিরে দুর্গাপূজার সবগুলো প্রতিমা ভাঙচুর করা হয়েছে। 

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।এই ঘটনায় আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে হাবিবুর রহমান (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।গ্রেফতার হাবিবুর রহমানের বাড়ি সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও তাড়িয়াপাড়া মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ তৈরি করা হয়। শনিবার রাতে কে বা কারা মন্দিরে থাকা সাতটি প্রতিমার সবকটির মাথাসহ বিভিন্ন অংশ ভাঙচুর করে চলে যায়। মন্দির কমিটির লোকজন রোববার সকালে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে একজনকে আটক করেছে পুলিশ।

মন্দির কমিটির সভাপতি গণেশ চন্দ্র বর্মন বলেন, সকালে মন্দিরে এসে দেখি সব কিছু এলোমেলো। মন্দিরের ভিতরে ঢুকে দেখি সবগুলো প্রতিমার মাথা ও বিভিন্ন অংশ ভাঙা। রবিবার শুভ মহালয়ার দিনে মন্দিরে এ ঘটনা ঘটল। পরে পুলিশকে খবর দিই।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সিসিটিভি পর্যালোচনা করে একজনকে আটক করা হয়েছে। সিসি টিভিতে একজনকেই দেখা গেছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

সর্বশেষ