আলু বোঝাই ট্রাকে পাথর বোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ১

বগুড়ায় দাঁড়িয়ে থাকা আলু বোঝাই ট্রাকের পিছনে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) বগুড়া শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের পাকুরতলায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৫ টায় রংপুর-বগুড়া মহাসড়কে দাড়িয়ে থাকা আলু বোঝায় ট্রাককের পিছনে পাথর বোঝাই ট্রাক এসে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই পাথর বোঝাই ট্রাকের চালক পাথর বোঝায় ট্রাকের মিনহাজ (৩৫) মারা যায়।
গুরুতর আহত পাথর বোঝাই ট্রাকের হেলপারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।