লিবিয়ায় গুলিতে ঝরে গেল মাদারীপুরের জীবন ঢালীর প্রাণ

মাদারীপুর জেলার মোস্তফাপুর ইউনিয়নের জয়ার আমবাড়ি গ্রামের সাধারণ এক কৃষক পরিবারের সন্তান জীবন ঢালী। পরিবারের মুখে হাসি ফোটাতে, ছোট্ট দুই বছরের সন্তানের ভবিষ্যৎ গড়তে, বৃদ্ধ মা–বাবার আশা পূরণে জীবনের সমস্ত সঞ্চয় খরচ করে বিদেশযাত্রার স্বপ্ন দেখেছিলেন তিনি।
কিন্তু সেই স্বপ্নই কাল হয়ে দাঁড়ায়। মানব পাচারকারী মো. রাসেল খান (গ্রাম বাহারখান ঝিকরহাটি, মোস্তফাপুর ইউনিয়ন) এর মাধ্যমে ১৬ লক্ষ টাকা দিয়ে ইতালির উদ্দেশ্যে লিবিয়া পাড়ি জমান জীবন ঢালী। অথচ ইতালির মাটিতে পা রাখার আগেই লিবিয়ার বুকে আততায়ীর গুলিতে ঝরে যায় তার প্রাণ।
দূরদেশ থেকে আসা মৃত্যুর খবর যেন পুরো পরিবারকে ভেঙে চুরমার করে দিয়েছে। বাবা-মা নির্বাক, স্ত্রীর আহাজারিতে বাতাস ভারী, আর ছোট্ট দুই বছরের শিশু বোঝেই না কেন তার বাবা আর ফিরে আসছে না। পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলছেন, ‘প্রতিদিনই কেউ না কেউ স্বপ্ন ভেঙে লাশ হয়ে ফিরছে। অথচ মানব পাচারকারীরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আর কত মায়ের বুক খালি হলে এ অপকর্ম বন্ধ হবে?’