বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৫ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১১:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার প্রবাসীর স্ত্রী ও ছেলেকে গলাকেটে খুন

বগুড়ার প্রবাসীর স্ত্রী ও ছেলেকে গলাকেটে খুন
ছবি: সদ্য সংবাদ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর এলাকায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে বাড়িতে ঢুকে তাদের হত্যা করা হয়। পুলিশ জানায় ডাকাতি করতে গিয়ে হত্যা কান্ডের এ ঘটনা ঘটানো হয়েছে কিনা খতিয়ে দেখছেন তারা।

বুধবার মেয়ের বিয়ে সোমবার খুন হলেন মা ও ভাই। মুহুর্তেই আনন্দ পরিণত হলো বিষাদে। কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রাহিমা খাতুন রানী বেগম ও ছেলে ইমরান হোসেন প্রাং সোমবার রাতে নিজ বাড়িতে খুন হন। মেয়ে ইসরাত জাহান আইরিন অরফে (রিলা) বগুড়া শহরে আত্মিয়ের বাসায় থাকায় প্রাণে বেঁচে যায় ।

কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর এক ছেলে ও এক মেয়েঅ। ছেলে ইমরান হোসন বগুড়া ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজের একদশ শ্রেনীতে ছাত্র। আর মেয়ে ঢাকায় তেঁজগাঁও কলেজে ইংলিশের প্রথম বর্ষের ছাত্রী । ইমরান গতকাল নবীণ বরণ অনুষ্ঠানে যোগ দিতে জীবনে প্রথম এসেছিলে কলেজে। 

পুলিশ জানায়, হত্যাকান্ডের রাতে একই বাড়িতে একজন প্রতিবেশি ছিলেন। ঘটনার পর থেকে নিহত ইমরানের মোটরসাইকেল ও প্রতিবেশী ঐ ব্যাক্তিকে খুজে পাওয়া যাচ্ছেনা। স্থানীয়দের দাবি কুয়েত প্রবাসী বাবা মেয়ের বিয়ের জন্য সোনার গহনা ও আলু বিক্রিসহ নগদ টাকা পাঠিয়ে ছিলেন সেসব লুট করতেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।

এদিকে পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মা ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। হত্যার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশের বেশ কয়েকটি দল। পুলিশের প্রাথমিক ধারণা বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পলাতক প্রতিবেশীকেউ আটকের চেষ্টা চলছে । 

বগুড়া  শিবগঞ্জ থানার, তদন্ত ওসি আব্দুস শুকুর আলী বলেন,একেবারে প্রত্যান্ত এক গ্রামে এমন ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়ে পরেছে আশপাশের গ্রামেও।
 

সর্বশেষ