বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৫, ১২ সেপ্টেম্বর ২০২৫

আরাকান আর্মির কাছ থেকে পালিয়ে দেশে ফিরেছেন ১৮ জেলে

আরাকান আর্মির কাছ থেকে পালিয়ে দেশে ফিরেছেন ১৮ জেলে
ছবি: সংগৃহীত

কক্সবাজারের সেন্ট মার্টিনের কাছে সাগরে মাছ ধরার সময় আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৮ জেলে কৌশলে একটি ট্রলারসহ পালিয়ে দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে পুলিশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করে।

গত মঙ্গলবার থেকে নিখোঁজ জেলেরা একটি ট্রলারে গতকাল দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছান। কোস্টগার্ড তাঁদের হেফাজতে নেওয়ার পর পুলিশ যাচাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।

ফিরে আসা জেলেরা জানান, মঙ্গলবার আরাকান আর্মি ধাওয়া দিয়ে পাঁচটি ট্রলার আটক করে মিয়ানমারের দিকে নিতে যাচ্ছিল। ট্রলারে মোট ১৮ জন ছিলেন, এর মধ্যে ৮ জনকে অন্য একটি ট্রলার থেকে আনা হয়। অস্ত্রধারী আরাকান আর্মি কয়েকটি স্পিডবোট নিয়ে পেছনে অবস্থান করছিল। অন্ধকারে হঠাৎ একটি স্পিডবোট কিছুটা সামনে চলে যাওয়ায় জেলেরা সুযোগ পেয়ে ট্রলার ঘুরিয়ে পালিয়ে আসেন।

ফিরে আসা জেলেদের একজন দিল মোহাম্মদ বলেন, ‘আমাদের ট্রলারে আরাকান আর্মির দুজন সদস্যকে তুলে দেওয়া হয়েছিল। তবে উল্টো দিকে ফেরার বিষয়টি তাঁরা বুঝতে পেরে সাগরে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে চলে গেছেন।’

ফিরে আসা ট্রলারটি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মোহাম্মদ হাসানের। মোহাম্মদ হাসান বলেন, ‘১০ জন জেলে নিয়ে আমার ট্রলারটি সাগরে মাছ ধরতে গিয়েছিল। আরাকান আর্মির সদস্যরা সেখানে আরও ৮ জেলেকে তুলে দিয়ে অস্ত্রের মুখে মিয়ানমারে নিয়ে যাচ্ছিলেন। তবে অন্ধকারের সুযোগ নিয়ে জেলেরা পালিয়ে আসতে সমর্থ হয়েছেন।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, 'আরাকান আর্মির কাছ থেকে পালিয়ে আসার পর ১৮ জেলেকে কোস্টগার্ড পুলিশের কাছে হস্তান্তর করে। তাঁদের পরিচয় যাচাই-বাছাই করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব জেলের কাছ থেকে মিয়ানমারের জলসীমার কাছাকাছি মাছ শিকারে না যাওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে।'

সর্বশেষ