সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় লাখো রোহিঙ্গা, ৩৩ জেলে অপহরণ
রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যার অষ্টম বার্ষিকী পালিত হওয়ার সময় এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলাকালীন, কক্সবাজার সীমান্তে আবারও নতুন অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। সীমান্ত এলাকায় হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।